আদালতের অনুমতি সত্ত্বেও মা এবং বোনের সঙ্গে যোগাযোগ করতে পারলেন না জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়। তাই ফের আদালতে কাতর আবেদন করলেন অর্পিতা। জানালেন, মা বা বোন, কারও সঙ্গে কথা বলিয়ে দেওয়া হোক।
প্রসঙ্গত, একদা নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর' অর্পিতার এবার পুজো কেটেছে নিঃসঙ্গ। পুজোর সময় অর্পিতার আইনজীবী এবং এক আত্মীয় চারটি নতুন শাড়ি আর কিছু পোশাক দিয়ে গিয়েছিলেন অর্পিতাকে। সেই পরেই কেটেছে তার পুজো। পুজোর সময় অর্পিতা বারবার অনুরোধ করেছিলেন, অসুস্থ মাকে দেখার। তবে তা সম্ভব হয়নি। পরে ফোনে একবার কথা বলার ইচ্ছে প্রকাশ করলে, আদালত অনুমতি দেয়।
তবে ফোন ‘আনরিচেবল’ থাকায় এবারেও হল না কথা। উল্লেখ্য, সোমবার প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবারও জামিনের আবেদন করেছেন। আদালত অবশ্য পার্থের ওই আর্জির আবেদনে রায়দান আপাতত স্থগিত রেখেছে।