আজ, প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন এসএসসি (SSC) দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেখানেই তাঁকে চিকিৎসকরা দেখেন। কিন্তু, অসুস্থতা বেশি দেখেই, পার্থকে এসএসকেএমে (SSKM) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। এরপরেই চরম ব্যস্ততার মধ্যে তড়িঘড়ি নিরাপত্তার ঘেরাটোপে পার্থকে নিয়ে যাওয়া হল এসএসকেএম (SSKM) হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, পার্থবাবুর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে, শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর।
এদিন হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে অসুস্থ অবস্থাতেই প্রাক্তন মন্ত্রী জানান, 'শরীরটা ভাল নেই।' পার্থবাবুর প্রাথমিক শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, নার্ভাস ব্রেকডাউন হচ্ছিল তাঁর। বুক ধরফড় করছিল। তবে এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই বলে জানান চিকিৎসকরা। কাজেই ফের জেলেই ঠাঁই হয়েছে তাঁর।
আজ শারীরিক পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমে তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দিয়ে পার্থ বলেন, ‘‘দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি।’’