ভোটের শুরুতে দলবদলের যেমন হিড়িক লেগে গিয়েছিল, তেমনই ভোটে বিজেপির পরাজয়ের পরে ফের দলবদলের পালা লেগেছে। ভোটের আগে দলবদলের কারণ হিসেবে শোনা গিয়েছিল, 'দলে থেকে কাজ করতে পারছিলাম না', 'শুধু মাস গেলে বেতন মিলেছে, কিন্তু কাজের ফাইল মেলেনি', 'দলের হয়ে এত খাটলাম, কিন্তু দল আমায় প্রার্থী করেনি'।
তবে বর্তমানের দলবদলের একটাই কথা, "দিদি আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে অন্য দলে গিয়েছিলাম।" আর সেই মতোন সোনালি গুহ তৃণমূলে ফিরতে চেয়ে ট্যুইট করেছেন আজ সকালেই। কিন্তু তৃণমূল কি তাঁকে ফিরিয়ে নেবে? সোনালির মতো আরও যাঁরা ‘ঘরে’ ফিরতে চাইছেন, তাঁদের নিয়েই বা কী সিদ্ধান্ত নেবে তৃণমূল?
শনিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ বিষয়ে বলেছেন, ‘‘এ বিষয়ে দলীয় ফোরামে এখনও কোনও আলোচনা হয়নি। আলোচনা হয়ে কোনও সিদ্ধান্ত হলেই তা প্রকাশ্যে জানিয়ে দেওয়া হবে। তবে এখন অগ্রাধিকার হচ্ছে কোভিড পরিস্থিতি এবং কেন্দ্রের সব ষড়যন্ত্রের মোকাবিলা করা। সোনালি গুহ শুধু নন, তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া বহু নেতানেত্রী এখন দলে ফিরতে চাইছেন। তৃণমূলের বহু নেতানেত্রীর কাছে তাঁরা ফিরে আসার ইচ্ছেপ্রকাশ করছেন। কিন্তু তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত দলের কোনও উপযুক্ত ফোরামে এই বিষয়ে কোনও আলোচনা করেনি। এবং এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব কোনও সিদ্ধান্ত নেয়নি।’’
এদিকে সোনালি গুহ, তৃণমূলে ফিরে যাওয়ায় বিজেপির কোনো ক্ষতি হবে না। ভোটের আগে যাঁরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তাঁরাই এখন ফিরে যাচ্ছেন। এমনটাই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আরও বক্তব্য, "এঁদের আসা যাওয়াতে সংগঠনের কোনও ক্ষতি হয় না। যাঁরা দলের প্রকৃত সৈনিক তাঁরা সব সময়ে লড়াইতে থাকেন।’’