শুভেন্দু মন্ত্রীত্ব ছাড়ার পরই তড়িঘড়ি কালীঘাটে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়রা। এইদিন বৈঠকে শুভেন্দু মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পরে দলের অবস্থান বিষয়ে আলোচনা হয়।
জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়া বিষয়ে তৃণমূল প্রকাশ্যে খুব কিছু কথা বলবে না। এমনকি এই ঘটনার পরে নানান স্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ভাবছে তৃণমূল। দলের সব নেতা কর্মীদের রাস্তায় নেবে প্রতিবাদের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সম্ভবত ৭ ডিসেম্বর তিনি নিজেও কেন্দ্র বিরোধী এক মিছিলে পা মেলাতে পারেন।
শুধু শুভেন্দু নয়, অনেকেই দল ছাড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে ভোটের আগে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে আরও আন্দোলন আরও জনমুখী প্রকল্পই পথ বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো।