ভরা বাজারে আর্বজনার স্তুপ থেকে উদ্ধার মানুষের মাথার খুলি, হাড়গোড়! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়। কোথা থেকে এল এসব? তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিস প্রশাসন। আজ সকালে শিলিগুড়ির নকশালবাড়ির বাজারে একটি সন্দেহজনক বস্তা দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ভয়ে ভয়ে কয়েকজন বস্তাটি খোলেন। না বোম, না ভ্রূণ, না তো মৃতদেহ, সোজাসুজি উদ্ধার হল কঙ্কাল। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
বস্তাবন্দি হাড়ঘোড় ও মাথার খুলি উদ্ধার করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিস সূত্রের খবর, ঠিক ভাবে বোঝা না গেলেও কঙ্কালের গায়ে কিছু লেখা আছে। প্রাথমিক তদন্তে অনুমান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কোনও পড়ুয়াই হয়তো এগুলি ফেলে গিয়েছে। তবে সে বিষয়েও চলছে খোঁজ।
বলাবাহুল্য, কঙ্কাল উদ্ধারের ঘটনা নতুন নয়। কখনও বাড়িতে মিলেছে মাথার খুলি, মানুষের হাড়! আবার কখনও পুলিশের হাত থেকে বাঁচতে অপরাধীরা আবর্জনার স্তূপে তা রেখেছেন। কাজেই, শিলিগুড়ির এই ঘটনায় ঠিক কী ঘটেছে, তাঁর খোঁজ চালাচ্ছে প্রশাসন।