সিউড়ির ইদগাহ মাঠে জামিয়েত উলেমা-এ-হিন্দের গতদিনের গণবিক্ষোভ সভায় প্রধান বক্তা ছিলেন তাদের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সংখ্যালঘুদের নিয়ে চিন্তার পাশাপাশি 'বিজেপির দালাল' মিমকে ঝাঁঝালো আক্রমণ করলেন। মূলত কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই এই জমায়েত হয় রবিবার।
মিম প্রধান আসাদউদ্দীন ওয়েইসির সফরের দিনই অনুষ্ঠিত এই সভায় সিদ্দিকুল্লা বলেন এ দিনটি বড়ো দুঃখের কারণ হায়দ্রাবাদ থেকে একটি পাখি উড়ে এসেছে বঙ্গে যারা বিজেপির দালালি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিষ্ঠ করে তুলছেন। সংখ্যালঘুদের উদ্দেশ্যে চিন্তা প্রকাশ করেন বলেন "অনেক মুসলিম নামাজ পড়ছেন, বিজেপি করছেন। আমি অনুরোধ করব বিষ খাবেন না।" বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর আগে সিউড়িতেই সংখ্যালঘুদের হাতে বিজেপির পতাকা তুলে দেন, আবার অন্যদিকে বীরভূমের কিছু অংশে মিম সক্রিয় হচ্ছে, এসবকিছু দেখে ক্ষোভের সুরে বলেন "বাংলার জন্য আমরাই যথেষ্ট।" আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে স্বভাবতই সরগরম রাজ্য রাজনীতি।