রাজ্যের সীমান্তে বিএসএফের (BSF) এলাকা সম্প্রসারণের ঘটনায় শাসক-বিরোধী চাপানউতোর অব্যাহত। গত মঙ্গলবার বিধানসভায় বিএসএফের এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার হওয়ার প্রতিবাদে প্রস্তাব পাশ হয়। এই আলোচনা চলাকালীন দিনহাটার তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) বিএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। সীমান্ত সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ তোলেন তিনি। যা নিয়ে গত কয়েক দিন ধরেই বিজেপির তরফে লাগাতার প্রতিবাদ জারি রয়েছে। এবার সেই প্রতিবাদ পৌঁছাল বিএসএফের দফতরেও। যা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, 'বর্ডার সিকিউরিটি ফোর্স' এখন 'বিজেপি সিকিউরিটি ফোর্স'-এ পরিণত হয়েছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিএসএফের দফতরে যাওয়ার ঘটনার পর থেকেই শাসক দলের তরফে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে।
গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিএসএফের দক্ষিণবঙ্গের সদর দফতরে যান। তিনি বিএসএফের জওয়ানদের পদ্মফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। আর সংবাদমাধ্যমে সেখানে যাওয়ার কারণ হিসেবে বলেন, "বিএসএফ সম্পর্কে আমার কয়েকজন সহকর্মী অপশব্দের ব্যবহার করেছিলেন। সেই জন্য আমি ওই প্রতিষ্ঠানের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ঘটনাচক্রে ওই সহকর্মীরা তৃণমূলের। আশা করি, বিএসএফের আধিকারিকরা তাঁদের ক্ষমা করবেন।" এই ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসের তরফে সুখেন্দুশেখর রায় কটাক্ষ করেন, বিএসএফ এখন বিজেপি সিকিউরিটি ফোর্স-এ পরিণত হয়েছে।
বিএসএফকে কেন্দ্র করে যেভাবে রাজনীতির চাপানউতোর তৈরি হয়েছে, যা এ যাবৎ কালে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন ওয়াকিবহাল মহল। এই ঘটনায় ইতিমধ্যেই সামাজিক মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে। আর শুভেন্দু অধিকারীর বিএসএফের দক্ষিণবঙ্গের সদর দফতরে গমনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন একাংশ। এদিন বিএসএফের সদর দফতরে গিয়ে ফেসবুকে শুভেন্দু অধিকারী বলেছেন, "আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত বিএসএফ দেশের অতন্দ্র প্রহরী, দিন রাত্রি জেগে ওনারা দেশের সীমান্ত রক্ষা করছেন বলেই দেশের অভ্যন্তরে দেশবাসী সুরক্ষিত এবং নিশ্চিন্তে বসবাস করতে পারছেন। ভারত সরকারের ঘোষনা মতো বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধি নিয়ে তৃণমূল সরকারের বিধায়করা বিএসএফ-কে কালিমালিপ্ত করেছেন, কদর্য ভাষায় বিধানসভায় আক্রমণ করেছেন। বিএসএফ-এর উপর ভাষা সন্ত্রাসের প্রতিবাদে নিউটাউনে বিএসএফ-এর ছাউনিতে বিএসএফ জওয়ানদের পদ্ম ফুল দিয়ে এবং মিষ্টি খাইয়ে বিজেপি পরিষদীয় দলের সাথে সংবর্ধনা ও ধন্যবাদ জ্ঞাপন করতে উপস্থিত হয়েছিলাম।"