বিধায়ক পদ ছাড়ার পর বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের সাথে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। বর্ধমানের কাঁকসায় বর্ধমান পূর্বের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে হওয়া এই বৈঠকে যোগ দেন পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী এবং আসানসোলের বিদায়ী মেয়র জিতেন্দ্র তেওয়ারি।
তৃণমূলের এই ‘বিক্ষুব্ধ হেভিওয়েট’-দের বৈঠকে শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বলে সূত্রের খবর। শুভেন্দু এবং আরও কিছুজন তৃণমূল বিধায়ক আগামী ১৯ তারিখে মেদিনীপুরে আয়োজিত হওয়া অমিত শাহের সভায় পদ্মশিবিরে যোগ দেবেন বলে খবর। আর ওইদিন সভার পরেই রাজ্যসফরে বেরিয়ে যাবেন শুভেন্দু অধিকারী। ১৯-এর পর একাধিক তৃণমূল বিধায়ক সাংসদরা বিজেপিতে যাবেন বলে জানা যাচ্ছে।
তবে সব বিক্ষুব্ধ নেতাদের মোটামুটি একই বক্তব্য, ‘তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানি না। কে কথা থেকে প্রশান্ত কিশোর এসে সব নিয়ন্ত্রণ করছে! কি করবো, কি বলবো, কি জামা পরবো সেটাও বলে দিচ্ছে। আমাদের আর রাজনীতি করার কি দরকার?’ আর এই বিষয়ে এতো সাংসদ-বিধায়ক-নেতাদের অসন্তোষের পরেও এই বিষয়ে দলের উদাসীনতা দেখে ক্ষোভ আরও বাড়ছে শিবিরে।