আবারো পারিবারিক নির্মমতার চরম দৃশ্য দেখল রাজ্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুন করতে গিয়ে নিজের চার বছরের ছেলেকে গুলি করে হত্যা করলেন নাস্তার আলি। গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাবা পলাতক।
মৃত শিশুটির মামা অর্থাৎ নাস্তারের শ্যালক সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন বিয়ের পর থেকেই নাস্তারের সাথে তার বোনের অর্থাৎ স্বামী-স্ত্রীর অশান্তি চলতই। বেশ কয়েকদিন ধরে তা মাত্রাছাড়া হয়। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দিত নাস্তার, না আনলে দিত খুনের হুমকি। এদিনও এরমই কোনো সমস্যা নিয়ে বিবাদ চরমে উঠলে মদ্যপ অবস্থায় থাকার দরুণ বন্দুক বার করে স্ত্রীকে গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চার বছরের সন্তানকে গুলি করেন নাস্তার। ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পুলিশ মারফৎ শিশুর দেহটি পাঠানো হয়েছে।