রেলট্র্যাকের রক্ষণাবেক্ষণের জন্য বাতিল শিয়ালদহ (Sealdah, Eastern Railway) মেন ও কর্ড লাইনের একাধিক ট্রেন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১ টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ মোট ১০ ঘণ্টার জন্য বাতিল থাকছে রানাঘাট, শান্তিপুর ছাড়াও হাবড়া, বনগাঁ, ডানকুনি শাখার বেশ কিছু ট্রেন। জানা যাচ্ছে, শিয়ালদহের ৫ থেকে ১০ নং প্ল্যাটফর্মে কোনও ট্রেন চলাচল করবে না, চলবে রেলট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ।
বাতিল ট্রেনগুলির মধ্যে উঠে এসেছে- রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, ব্যারাকপুর লোকাল, শান্তিপুর লোকাল। বাতিল শিয়ালদহ-বজবজ লোকাল। বাতিল আটটি ইএমইউ লোকাল সহ আপ ও ডাউন হাসনাবাদ লোকাল, আপ-ডাউন শিয়ালদহ-হাসনাবাদ লোকাল।