করোনার ত্রাসে গোটা দেশ। নেই ভ্যাকসিনের খোঁজ। কাজেই করোনার থেকে বাঁচতে সামাজিক দূরত্ববিধিকে মাণ্যতা দেওয়ার সাথে সাথেই, একজন সচেতন নাগরিকের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে মাস্ক এবং স্যানিটাইজার।
তবে হঠাৎই পশ্চিমবঙ্গে ভাইরাল স্যানিটাইজারের নাম, কিন্তু কেন? পশ্চিমবঙ্গে কী 'স্যানিটাইজার' শব্দটি এক্কেবারে নতুন নাকি? নাহ! তা নয়। ভাইরাল হওয়া স্যানিটাইজার আসলে রাজনৈতিক স্যানিটাইজার।
রাজনৈতিক স্যানিটাইজার? ব্যাপারটা একটু খটোমটো তাই নয় কী! তাহলে পুরো ব্যাপারটা জানতে হবে আগে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দক্ষিন চব্বিশ পরগনায় সভা করতে গিয়ে বলেছিলেন, "করোনার ভ্যাকসিন এখনও আবিস্কার হয়নি। কবে হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, তা হল ভারতীয় জনতা পার্টি। করোনা কবে যাবে কেউ বলতে পারছে না, কিন্তু তৃণমূল কবে যাবে, তা সবাই জানে।"
তবে এর সাথে স্যানিটাইজারের যোগসূত্র খুঁজে পেলেন না এখনও? অকপটে তৃণমূল মুক্ত দেশ গড়তেই অর্থাৎ ভাইরাস মুক্ত দেশ গড়তে রাজ্য জুড়ে স্যানিটাইজার বিলি করার ইচ্ছা প্রকাশ করেছে গেরুয়া শিবির।
এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বক্তব্য, "বাংলাকে তৃণমূলমুক্ত করার জন্যই রাজ্যের সর্বত্র বিলি করা হবে এই স্যানিটাইজার।" পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বলেন, "দেশের মানুষ এখন দুটি ভাইরাসের সাথে লড়াই করছে। এক করোনা, অন্যটি বিজেপি।"