পঞ্চায়েত ভোটের আগেই বিরোধীদের কটাক্ষের মুখে নতুন নাম "সায়নী ঘোষ"। দু'বছরের রাজনীতিতেই ইডির তলব! উঠছে কটাক্ষের ভিড়। তবে এখনও চুপ সায়নী। নেই জবাব। কিন্তু কেন? এ বিষয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে এ বার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা টলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার তাঁকে ইডির তরফে পাঠানো হয় নোটিস। আগামীকাল ইডির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আপাতত সায়নী চুপ। তিনি আদৌ ইডির সদর দফতরে যাবেন কিনা, সে নিয়েও দেননি প্রতিক্রিয়া।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রের খবর, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা তথা ধৃত কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নী ঘোষের নাম উঠে এসেছে। আর তাই সেই নিয়েই রয়েছে সাধারণ জিজ্ঞাসাবাদ।