৪ এপ্রিল, ২০২৫
রাজ্য

বহিরাগতদের এ রাজ্যে আসতে হলে RT- PCR পরীক্ষা বাধ্যতামূলক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কোভিড পরিস্থিতি রিপোর্ট চেয়ে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের
mamata corona test Bengali News
-facebook@mamatabanerjee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১১:৫৫

একদিকে নির্বাচন, আর একদিকে রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন অবস্থায় রাজ্য সরকার জরুরি ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে খবর। ইতিমধ্যে রাজ্য সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মচারী উপস্থিতি ঘোষণা করা হয়েছে।বেসরকারি অফিসের ক্ষেত্রে যতটা সম্ভব 'ওয়ার্ক ফ্রম হোম' করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছিলেন বাইরের লোকজন এসে এ রাজ্যে করোনা ছড়াচ্ছে। একাধিক জনসভায় তিনি এ দাবি দাবি তুলেছিলেন। এবার মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দিয়েছেন বাইরে থেকে এরাজ্যে আসতে হলে RT-PCR টেস্ট বাধ্যতামূলক। এই পরীক্ষার রিপোর্ট না থাকলে রাজ্যে পা রাখার অনুমতি মিলবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রীর দাবি এই নির্বাচনের মধ্যে অন্তত ১০ হাজার বহিরাগত এরাজ্যে এসেছেন। যাঁদের বেশিরভাগই করোনা আক্রান্ত। এদের কারণেই রাজ্যে করোনার এত বাড়বাড়ন্ত। এই কারণে মমতা সরকার আর কোন ঝুঁকি নিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এরপর বড় অঘটন ঘটলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।"

গত কয়েকদিনে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করার মত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। চিকিৎসক থেকে শুরু করে সকলেই বলছেন করোনার এই দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করবে। সংক্রমণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী বাকি চার দফা নির্বাচন এক দফায় করার দাবি তুলেছিলেন। যদিও নির্বাচন কমিশন সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। এমন অবস্থায় রাজ্যে করোনার বাড়বাড়ন্তে অত্যন্ত চিন্তিত ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গত কালই রাজ্যে করোনার সংক্রমণ ৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৩৪। এমন অবস্থায় করোনা মোকাবেলায় জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করলে বড় বিপদের আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।

অন্যদিকে, রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে রাজ্যবাসীকে করোনার উদ্বেগজনক সংক্রমণে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। নবান্নর তরফে যে নির্দেশিকা জারি হয়েছে তা কঠোর ভাবে মেনে চলার আবেদন করেছেন তিনি। তার পাশাপাশি রাজ্য সরকার করোনা পরিস্থিতির মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের মুখ্য সচিবকে অনুরোধ করেছেন, যাতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সরকারি ও বেসরকারি হাসপাতালের সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে করোনা বিষয়ে সতর্ক করা হয়, সে বার্তা দিয়েছেন রাজ্যপাল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১৩ জানুয়ারি

আপনার এলাকায় আজ তাপমাত্রা কত?

Kolkata street weather