রামপুরহাট (Rampurhat Fire, Rampurhat Clash, Rampurhat Incident) গণহত্যার ঘটনা খতিয়ে দেখতে আগামীকাল, বৃহস্পতিবার রামপুরহাটের অগ্নিগর্ভ বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee, CM)। এদিন মুখ্যমন্ত্রী জানান, বুধবারই তিনি সেখানে যেতেন, কিন্তু এইদিন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যাওয়ায় তিনি বুধবার যাবেন না।
এরপরেই সরাসরি বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, "সরকার কখনও চায় না রক্ত ঝরুক। যারা সরকারে থাকে না তারা চক্রান্ত করে, যাতে রাজ্য সরকারের বদনাম হয়। রামপুরহাটের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড়া পাবে না।"
এখানেই শেষ নয়। নাম না করে, রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor West Bengal Jagdeep Dhankhar) কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে বসে রয়েছেন একজন লাটসাহেব। কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা। প্রতিদিন সরকারকে গালাগাল দিচ্ছে। একটা ঘটনা ঘটেছে তার নিন্দা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি ঘটনা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থানে হয়। তবে বাংলায় এখানে রঙ না দেখে অ্যাকশন নেওয়া হবে।"