দুর্গা পুজোয় ক্লাব এবং পুজো কমিটির সরকারি অনুদান নিয়ে হওয়া জনস্বার্থ মামলায় রায় দিলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে সরকারের দেওয়া এই টাকা মোটেই পুজোর কাজে ব্যবহার করা যাবে না। পুলিশের সাহায্য নিয়ে ৫০ হাজার টাকার পুরোটাই নানা দফায় জনগণের জন্য খরচ করতে হবে। ৫০ হাজার টাকার ২৫ শতাংশ খরচ করতে হবে পুলিশ এবং জনগন সমন্বয়ের জন্য। বাকি ৭৫ শতাংশ টাকা খরচ করতে হবে করোনা মোকাবিলায়। পুজো দেখতে আসা শরণার্থীদের স্যানিটাইজার এবং মাস্ক বিলি করবে পুজো আয়োজকরা।
এই মামলায় রায় দিতে গিয়ে রাজ্য সরকারের ভৎসনা করে হাইকোর্ট। তাঁরা বলেন বাম এবং তৃণমূল আমলে রাজ্যের আমলাতন্ত্রের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। আমলাদের নিজেদের অবস্থান ঠিক থাকলে এই সমস্যা তৈরি হতো না। ফলে রাজ্য সরকার পুজোর সাহায্যে টাকা দিলেও সেই টাকা পুজোয় ব্যবহার করতে পারবে না ক্লাব এবং কমিটিরা। একইসাথে এই পুরো প্রক্রিয়ার অডিট রিপোর্ট জমা দিতে হবে কোর্টে।