বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা পড়ল আবেদন। বিধানসভা ভোট মিটতেই বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে এতদিন রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছিল গেরুয়া শিবির। এবার এই দাবিকেই সুপ্রিম কোর্টে তুলে ধরলেন আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় (Ghanshyam Upadhyay)। তাঁর দাবি, অবিলম্বে ৩৫৬ ধারা জারির নির্দেশ দিক শীর্ষ আদালত।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায়ের আরও দাবি, “বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে। যেভাবে শাসকদলের কর্মী এবং শাসক দল আশ্রিত গুন্ডারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ করছেন, সেটা শুধু অমানবিক এবং বেআইনিই নয়, এটা তালিবানি শাসনের প্রতীক। কেন্দ্রকে ৩৫৬ ধারা প্রয়োগের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত যেন একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে ওই কমিটিকেই বাংলার ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক।”
পাশাপাশি ঘনশ্যামের বক্তব্য, ‘যাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁরাই বেশি আক্রান্ত। ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর বাংলায় ১৬ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।' তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, তাতে মনে হচ্ছে সরকারে আসার পর একটা রাজনৈতিক দল একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে। বিরোধীদের দলের কণ্ঠ রোধ করতে চাইছে তারা।