রোগীর হাতের কাটা রক্তাক্ত অংশ মুখে নিয়ে হাসপাতালের একদিক থেকে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে সারমেয়। এমনই ঘটনা দেখে তীব্র উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital)। হাসপাতালের এমন পরিণতি দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েছে রোগীর পরিবারেরা। ঘটনা গতকাল রাতের। বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হন দুর্গাদাস কলোনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় সরকার নামে এক যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
হাসপাতালের তরফে জানানো হয়, যুবকের একটি হাত কাটা পড়েছে। আর সেই কাটা অংশ নাকি রাখা ছিল পাশের বেডে। আর সেই কাটা অংশই মুখে তুলে নিয়ে হাসপাতালে ঘুরে বেড়াতে যায় একটি কুকুরকে।
এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। যেই ওয়ার্ডে রোগী থাকে, সেখানে কুকুর কীভাবে ঢুকে পড়ে? ঘটনায় ক্ষোভ দেখিয়ে সুপারের ঘরের বাইরে দফায় দফায় চলে বিক্ষোভ। তবে এ বিষয়ে হাসপাতালের তরফে সন্তোষজনক কোনও উত্তর মেলেনি।