বিকানের এক্সপ্রেস (Bikaner Express) দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। কেউ হারিয়েছেন ছেলেকে, কেউ মেয়েকে, কেউ মা'কে। এরই মধ্যে আরও ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল শিয়ালদহ-বনগাঁ (Sealdah- Bangaon) শাখার দত্তপুকুর লোকাল (Dattapukur Local)। সূত্রের খবর, বড়সড় দুর্ঘটনার হাত থেকে আজ রক্ষা পেয়েছে দত্তপুকুর লোকাল।
জানা যায়, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দত্তপুকুর লোকাল বামনগাছি থেকে বারাসতের দিকে যাওয়ার সময়ে প্রবল ঝাঁকুনি অনুভব করেন চালক। শুনতে পান বিকট শব্দও। আর ঝুঁকি নিয়ে ট্রেন এগোননি চালক। আপদকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন তিনি। এতেই রেহাই পান যাত্রীরা।
সকালের ট্রেন হলেও, যাত্রীসংখ্যা নেহাত কম ছিল না। তবে চালকের উপস্থিতির বুদ্ধির জোরে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে কেন এমন সমস্যা? জানা গিয়েছে, লাইনের ফিসপ্লেটে সমস্যা দেখা গিয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। যদিও তড়িঘড়ি মেরামতির কাজ শুরু হয়।