২৪ নভেম্বর, ২০২৪
রাজ্য

‘১২ কোটি নয়, প্রধানমন্ত্রীর গাড়ি অনেক সস্তা’, গুঞ্জনের মাঝেই খবর সূত্রের

সওয়ারির পরিচয় নয়, বরং সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরিবর্তন
modi new car Bengali News
https://twitter.com/carandbike
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৫:০৭

সম্প্রতি প্রধানমন্ত্রীর জন্য আনয়ন করা দুই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি নিয়ে নানান মহলে শুরু হয়েছে জোর জল্পনা। অনেক জায়গাতেই ইতিমধ্যে খবর রটেছে, প্রধানমন্ত্রীর নয়া মার্সিডিজ এস সিরিজের গাড়ি মেব্যাক ৬৫০ ‘গার্ডে’র (Mercedes-Maybach S 650 guard) দাম আকাশছোঁয়া ১২ কোটি টাকা। তবে সেই সব দাবীকে কার্যত নস্যাৎ করে জানা গেল, আদতে বারো কোটি নয়, তার এক-তৃতীয়াংশ দাম গাড়ি দুটির।

একটি সূত্রের তরফ থেকে জানানো হয়েছে এই কথা। পাশাপাশি আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পুরনো গাড়ির আপগ্রেড নয়, বরং প্রতিস্থাপন করে আনা হয়েছে দুই মার্সিডিজ ‘গার্ড’কে। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়িগুলির মধ্যে ছিল একটি রেঞ্জ রোভার ভজ (range rover vogue), একটি টয়োটা ল্যান্ড ক্রুজার (Toyota Land Cruiser) এবং একটি বিএমডব্লিউ (BMW)।

সূত্রের খবর, প্রতি ৬ বছরে ভিভিআইপি-দের বাহন প্রতিস্থাপন করে স্পেশাল প্রোটেকশান গ্রুপ বা এসপিজি (SPG)। তবে বিগত আট বছর ধরে আগের গাড়িগুলি ব্যবহার করছিলেন প্রধানমন্ত্রী। তাই এসপিজির তরফ থেকেই নতুন দুই গাড়িকে আনয়নের ব্যবস্থা করা হয়। এসপিজি সূত্রে খবর, সওয়ারির পরিচয় নয়, বরং সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরিবর্তন।

উল্লেখ্য, মার্সিডিজ-মেব্যাক এস ৬৫০ ‘গার্ড’ গাড়িটি বিশ্বের যেকোনো গাড়ির থেকে বেশি সুরক্ষা প্রদান করতে সক্ষম। উচ্চভেদ্যতা সম্পন্ন বন্দুকের গুলি থেকে শুরু করে মাত্র ২ মিটার দূরে বিস্ফোরিত ১৫ কেজি টিএনটির (TNT) আঘাত, সবই সইতে সক্ষম এই গাড়ি। গাড়িটিতে রয়েছে ৬ লিটারের টুইন-টার্বো ভি-১২ ইঞ্জিন যা ৫৩০ হর্স পাওয়ার (HP) শক্তি এবং ৮৩০ নিউটন-মিটার (Nm) টর্ক উৎপাদন করতে সক্ষম। মাত্র ৫ সেকেন্ডেই ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই অত্যাধুনিক গাড়ি। তবে প্রধানমন্ত্রীর সুরক্ষার কথা ভেবে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেই বেঁধে দেওয়া হয়েছে গাড়ির গতিবেগ। বাইরের পাশাপাশি আভ্যন্তরীণ সুরক্ষাতেও লা-জবাব এই গাড়ি। গাড়িতে চালকের পাশাপাশি পিছনে বসা সওয়ারির জন্যও রয়েছে এয়ার ব্যাগ। এমনকি পিছনের সওয়ারির সিট বেল্টেও লাগানো রয়েছে এয়ার ব্যাগের সুবিধা। উচ্চক্ষমতাসম্পন্ন এই গাড়ির চাকায় লাগানো রয়েছে ফ্ল্যাট টায়ার, যা পেরেক, কাঁটা-সহ যেকোনো রকমের পথের বাধাকে অতি তুচ্ছতার সঙ্গে পার করে যেতে পারে। বিপদের সময় মোকাবিলা করার জন্য গাড়িতে রয়েছে খাবার, ওষুধ থেকে শুরু করে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১৩ জানুয়ারি

আপনার এলাকায় আজ তাপমাত্রা কত?

Kolkata street weather
১৩ জানুয়ারি

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদন মিত্রকে দেখছেন

Madan mitra white
২১ নভেম্বর

সাবেকিয়ানা থেকে ভাবনার নতুনত্ব, কী কী ভাবে সেজে উঠবে জগদ্ধাত্রী পুজোর থিম?

Jagadhatri Puja