বছর ঘুরলেই দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন। কেরল, পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ু এই চার রাজ্যের বিধানসভা ভোটে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সিপিএম কেন্দ্রীয় কমিটি। পশ্চিমবঙ্গ এবং অসমে একজোট হয়েই লড়বে বাম-কংগ্রেস। কিন্তু কেরল এবং তামিলনাড়ুতে কংগ্রেসের বিরোধিতাই করবে সিপিএম।
রাজ্য সিপিএম নেতারা কংগ্রেসের সাথে জোট করার বিষয়ে নিশ্চিত ছিলো। দরকার ছিলো কেন্দ্রীয় কমিটি- বিশেষ করে দক্ষিণী নেতাদের ছাড়পত্র। সিপিএম কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠকের শেষে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আসন্ন ভোটে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিলেন।