বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে রাজ্য চালাতে চলেছেন দিলীপ ঘোষ। এরকম মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছিল বাংলা রাজনীতিতে। হাওড়া ময়দানে যোগদান মেলাতে আরো একবার বোমা ফাটালেন সেই সৌমিত্র খাঁ। এবারে তিনি জানিয়ে দিলেন, বিজেপিতে নাম লেখাতে চলেছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ বলেছেন," একজন ক্রিকেটার আগেই চলে গিয়েছেন। এবারে একজন ফুটবলার আর থাকবেন না। বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।" তাহলে কি লক্ষ্মীরতন শুক্লার পর এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন এই কিংবদন্তি ফুটবলার? যদিও এই নিয়ে প্রসূন ব্যানার্জি কে ফোন করা হলে তিনি এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, হাওড়া বাসি তাকে ৩ বার জিতিয়েছেন। সেই সব সাধারণ মানুষের প্রতি তার একটা দায়িত্ববোধ রয়েছে।
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সৌমিত্র খাঁ মিথ্যেবাদী। এরকম মিথ্যে কথা কেউ বলতে পারে কিকরে? আমার নিজের লজ্জা করছে। আমি অত্যন্ত দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আমি ১৯৯২ থেকে আছি। উনি আমায় ভীষণ ভালোবাসেন। সবাই চলে গেলেও আমি ওনার সাথে থাকবো। তৃণমূল আমাকে রাজনীতিতে পরিচয় দিয়েছে। সেখানে অন্য একটা দলে লাফিয়ে চলে গেলে হাওড়ার লোকজন কি ভাববে! আমাকে নিয়ে মশকরা করবেন না। প্রয়োজনে আমি হাওড়ার জন্য জীবন দিয়ে দেবো।"