বুধবার বীরভূমের সিউড়িতে বিজেপির জনসভা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলা। এই জনসভায় অংশ নিতে বিজেপি কর্মী সমর্থকেরা আসছিলেন বিভিন্ন জায়গা থেকে। বীরভূম জেলা বিজেপির দাবি যে তাদের দলের কর্মী দের সভায় যোগ দিতে আসতে বাধা দেয় তৃণমূল। এমনকি পাটশিমুলিয়ায় ও নানুরে গুলিও চলে। গোলাগুলিতে অভীক মন্ডল নামে এক বিজেপি কর্মী আহত হন। বুকে গুলি লেগে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে। শিমুলিয়া ছাড়াও সাঁইথিয়ার ভ্রমর গ্রামেও বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীরাও তীর-ধনুক নিয়ে প্রতিবাদে নামে। বীরভূমের ইলামবাজারেও একই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে সিউড়ি জেলা স্কুলের মাঠে অন্য একটি সভা থেকে দিলীপ ঘোষ বলেন , "তৃণমূলের এই ব্যবহার নতুন কিছু নয়। বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে। একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধও হয়েছেন। এইভাবে লড়তে লড়তেই বিজেপি জিতে যাবে"। এই সভাতে সৌমিত্র খাঁ , জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল সহ আরও অনেক জেলা স্তরের বিজেপি নেতৃত্বও এই সভাতে উপস্থিত ছিলেন। তাঁরাও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
অন্যদিকে তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি বিজেপি তাদের নামে কুৎসা রটাচ্ছে। বীরভূম জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ জানান , যে তৃণমূলের বিজেপিকে বাধা দেওয়ার কোন দরকার পড়েনা। তৃণমূলের অন্যতম হাতিয়ার উন্নয়ন।