শত্রুতা শুধু উপর উপর, পর্দার আড়ালে তৃণমূলের সঙ্গে সমঝোতা চলছে বাম ও কংগ্রেসের। সিপিএম অত্যাচার করেছে, মমতা দিয়েছেন নির্মমতা। এবার বাংলায় চাই ডবল ইঞ্জিন সরকার, হলদিয়ার সভা থেকে সুড় চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন হলদিয়ার জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘‘গোপন বন্ধুত্ব থেকে সাবধান থাকুক। পর্দার আড়ালে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা চলছে। দিল্লিতে একসঙ্গে বসে রণকৌশল তৈরি করেন এঁরা। কেরলে তো বাম-কংগ্রেসের সমঝোতাই রয়েছে, যে ৫ বছর তোমরা লুঠপাট চালাও, ৫ বছর আমরা চালাব। এখানেও সেই ষড়যন্ত্রে চলছে। এদের সমর্থনে ভোট নষ্ট করলে ধোঁকাবাজির শিকার হবেন আপনারা।’’
তিনি আরও বলেন, "ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে। যাঁরা মা-মাটি-মানুষের কথা বলেন ভারতমাতাকে নিয়ে কোনও আবেগ নেই তাঁদের। তাই আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে দিদির মুখ থেকে একটি কথাও বেরোয় না।’’ ভিক্টোরিয়ায় সামাজিক কর্মসূচিতে জয় শ্রীরাম স্লোগানে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য বয়কট করলেও, এবারেও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু না বললেও এদিন কথায় কথায় নরেন্দ্র মোদি সুর চড়িয়ে বলেন, 'আপনি দিদির থেকে আপনার অধিকার চান মমতা রেগে যান। ভারতমাতার জয় বললেও মমতা রেগে যান।
আমফান দুর্নীতি নিয়েও মোদি বলেন, "বাংলার জন্য কেন্দ্র যে পয়সা পাঠিয়েছিল, সেই পয়সা কোথায় গিয়েছে সবাই জানে। আদালতও এর নিন্দা করেছে। করোনার কথাই ভাবুন, গোটা বিশ্ব এতে প্রভাবিত হয়েছে। কেন্দ্র সেই সময়েই পশ্চিমবঙ্গ-সহ সবার জন্য রেশনের ব্যবস্থা করেছিল। সেই রেশনও এখানকার সরকার পৌঁছে দিতে পারেনি। পশ্চিমবঙ্গে করোনার সময়েও কেন্দ্রের পাঠানো পিএম সম্মাননিধির কোটি কোটি টাকা পায়নি।"