হ্যাঁ, ঠিকই পড়েছেন। মিলটন বা মন্তেস্কু নয়, গবেষণার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে পিএইচডি করে রীতিমতো নজির গড়লেন কালনার কৃষক পরিবারের সন্তান রেজাউল ইসলাম মোল্লা। বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর হাতে তিঁনি তাঁর থিসিস পেপার তুলে দিতে পারবেন বলেও আশা রাখছে সদ্য ইউজিসি থেকে ফেলোশিপ পাওয়া রেজাউল।
রেজাউল পূর্ব বর্ধমানের কালনার হাতিপোতা নিবাসী। এমন একটি বিষয় গবেষণার জন্য বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন 'লিডারশিপ' সংক্রান্ত গবেষণার পথে যদি যান তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর বিষয় হবে, এমনটাই ভেবে রাখেন ছাত্রাবস্থা থেকে কারণ সেই সময় থেকেই জননেত্রীর নানান আন্দোলন প্রত্যক্ষ করেন রেজাউল। দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতানেত্রীদের বিষেয়ও নেড়েঘেঁটে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচন করেন তিনি কারণ রেজাউলের মতে মমতা "সকলের থেকে আলাদা"। জনস্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিকোণ এককভাবে অন্যতম, দীর্ঘ পাঁচ বছর ধরে গবেষণা চালিয়ে তাঁর এমনটাই উপলব্ধি। রেজাউলের বাবা থেকে শুরু করে জেলার তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ স্বভাবতই গর্বিত ও উৎফুল্ল। মাতৃভাষা বাংলা ছাড়াও ইংরেজিতে গবেষণার ফলাফল বই আকারে প্রকাশ করতেও ইচ্ছুক রেজাউল।