আজ দুপুরে জোকার ইএসআই হাসপাতালে (ESI Hospital) ঢুকতেই মুখ খুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে আসতেই, তাঁকে ফের সাংবাদিকদের প্রশ্ন, কার ষড়যন্ত্রের শিকার তিনি? পার্থ বললেন, "যারা ষড়যন্ত্র করছে, তারা জানতে পারবে।" গ্রেফতার (Partha Chatterjee Arrested) হওয়ার পর, এই প্রথম সাংবাদিকদের জবাব দিলেন (Former Education Minister of West Bengal) প্রাক্তন শিক্ষামন্ত্রী। হাসপাতাল থেকে বার করে গাড়িতে ওঠানো পর্যন্ত সংবাদমাধ্যম পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করে, দল থেকে তাঁকে সাসপেন্ড করা কিংবা মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা তিনি জানেন কিনা।
মাস্ক নামিয়ে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি বলেন, "দলের এই সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। সময় বলবে।’’ যদিও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে "ঠিক" বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বলাবাহুল্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্তকে পৃথক করে দেখছেন।
উল্লেখ্য, হাইকোর্টের (Calcutta High Court) নিয়ম মেনেই শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। হাসপাতালে ঢুকতেই হুইল চেয়ারে বসেই বিস্ফোরক পার্থ। বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' পার্থ ইস্যুতে এদিন কড়া প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'চক্রান্ত হলে আইনের পথ খোলা আছে।' অন্যদিকে, সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, 'চক্রান্ত কে করল নামটা বলুন?' তবে সব মহলের প্রশ্নেই পার্থ চট্টোপাধ্যায়ের একটাই উত্তর, "সময় বলবে"।