এবারও দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপ হবে দর্শকশূণ্য। কারণ মণ্ডপে প্রবেশে জারি থাকছে নিষেধাজ্ঞা। গতবারের মতোই হাইকোর্টের সমস্ত বিধিনিষেধ মেনেই এ বছরও পুজোর আয়োজন করা হবে। সঙ্গেই মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা। আজ রাজ্য সরকার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মন্ডপগুলিতে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। রাজ্য সরকারের এই হলফনামার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ তাতেই সায় দিয়েছে। একই নিয়ম বহাল থাকবে কালীপুজোতেও।
হলফনামাতে জানানো হয়েছে, বড় ক্লাবগুলি পুজোর ক্ষেত্রে ২৫ জন ক্লাব সদস্যকে রাখতে পারে। যাঁরা একমাত্র পুজোর আয়োজনের জন্য মণ্ডপে ঢুকতে পারবেন। আর ছোট ক্লাবের ক্ষেত্রে মণ্ডপে প্রবেশের জন্য ১৫ জনকে ছাড় দেওয়া হবে।
বৃহস্পতিবার রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুজোর ক'দিন রাজ্যের মানুষ যাতে রাতে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে পারেন, সে জন্য ১৪৪ ধারা শিথিল করা হবে। অর্থাৎ পুজোর কয়েকদিন থাকবে না নাইট কার্ফু।
তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অন্য বিধিনিষেধ বজায় থাকবে। নবান্নের তরফে জানানো হয়েছিল, দুর্গাপুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধে কিছুটা ছাড় পাওয়া যাবে। তবে ছাড় মিললেও মণ্ডপ যে দর্শকশূন্যই থাকছে, তা শুক্রবার রাজ্যের তরফে স্পষ্ট করা হল। কাজেই, নাইট কার্ফু উঠলেও, দর্শনার্থীদের লাভ তেমন হল না।