স্বস্তি নেই কোথাও, বাংলাতেও এবার ওমিক্রনের (Omicron) থাবা! মুর্শিদাবাদের (Murshidabad) ৭ বছরের বালকের শরীরের ধরা পড়েছে করোনার নয়া স্ট্রেন (Omicron Variant)। ফুলবাগানের (Phoolbagan) জনসভাতে গিয়ে আজ প্রচার শেষে রাজ্যবাসীকে আরও সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee, CM)। তাঁর সাফ নির্দেশ, "ওমিক্রন মারাত্বক কিছু নয়। সবাইকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ডোজ নেওয়া না থাকলে এখনই নিন। সুরক্ষিত থাকতে মাস্ক পরুন।"
প্রসঙ্গত, গতকাল ব্রিটিশ মন্ত্রিসভাকে কোভিড-১৯ (COVID-19) সংক্রান্ত আপডেট দেওয়ার সময়, ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটি (Professor Chris Whitty) ওমিক্রন ভেরিয়েন্ট নিয়ে চরম সতর্কতা জারি করে বলেন, 'কোভিডের এই নতুন প্রজাতি অবিশ্বাস্য দ্রুততায় ছড়িয়ে পড়ছে।'
প্রসঙ্গত, স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। একদিনে করোনার বলি হয়েছেন ১৩ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৯৬ জন কলকাতার (Kolkata) বাসিন্দা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)।একদিনে আক্রান্ত সেখানকার ১০২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৪২ জন করে। চতুর্থ স্থানে নদিয়া। সেখানে একদিনে সংক্রমিত ৩৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৪, ৭১৫।একদিনে করোনার বলি ১৩, সুস্থ হয়েছেন ৫৫৬ জন।