এক বৃদ্ধার রহস্য মৃত্যুকে (death) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকায়। প্রায় এক মাস নিখোঁজ থাকার পরে বাড়ি থেকেই উদ্ধার হল মহিলার মৃতদেহ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে মৃতার নাম লক্ষ্মী মিদ্যা। বৃদ্ধার তিন ছেলে থাকলেও কর্মসূত্রে তাঁরা তিনজনই বাইরে থাকেন। সেজন্য রায়দিঘির দিঘীরপাড় অঞ্চলের মেনারবাড়ি এলাকায় মেয়ের বাড়িতে একাই থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে ভাইয়ের বাড়ি গিয়ে মাসখানেক থেকে আসতেন ঐ বৃদ্ধা, এমনটাই জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
এদিকে একমাস ধরে বাড়িতে ছিলেন না বৃদ্ধা। তাঁর পরিবারের লোকজন ভেবেছিলেন, ভাইয়ের বাড়িতেই রয়েছেন তিনি। তবে বৃদ্ধার ছেলে, তাঁর মামাকে ফোন করে জানতে পারেন সেখানে নেই তাঁর মা। এরপর শুরু হয় বৃদ্ধার খোঁজ। খুঁজতে গিয়ে নিজের বাড়ির রান্নাঘর থেকেই পাওয়া যায় তাঁর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে মারা গেলেন তিনি? কবেই বা মারা গেলেন? তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।