স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে জনদরদী উদ্যোগ নিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। এতদিন মুমুর্ষ রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন হলে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সে সুবিধা পেতেন না বাসিন্দারা, ছুটে যেতে হত দূরবর্তী অন্য কোনো হাসপাতালে। সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে আইসিইউ-এর মতো একটি জরুরি পরিষেবা থাকার আবশ্যকতা অনুধাবন করেই স্বয়ং উদ্যোগ নিলেন বসিরহাট সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।
নিজের সাংসদীয় তহবিল থেকে আট লক্ষ টাকা ব্যয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চালু করলেন ভেন্টিলেশন বিভাগ। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ নিজে হাতে এর উদ্বোধন করলেন তিনি। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার কালীপদ পোদ্দার, জেলা স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়, দক্ষিণ বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস ও আরো অনেকে। এদিন হাসপাতাল ঘুরে রোগীদের সাথেও কথা বলেন নুসরত এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা ও প্রয়োজনীয়তার কথা বোঝান। এই অইসিইউটি অত্যন্ত প্রয়োজন ছিল বসিরহাটবাসীর জন্য এবং নিজে হাতে এটি করতে পেরে শান্তি পেলেন, এমনটাই জানান। সাথে আরও বলেন "মানুষ পরিষেবা পেলে আমরা সুস্থ থাকব।"