২৯ মার্চ, ২০২৩
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

উত্তর ২৪ পরগনায় ভ্যাক্সিনের প্রথম ডোজ পেয়েছেন প্রায় ১০০ শতাংশ জেলাবাসী, দাবী প্রশাসনের

বিজেপির দাবী, তাহলে শাসক দলের এতদিন ধরে দাবী করে আসা 'বঞ্চনা'র অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল?
corona vaccine Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৫:১৫

উত্তর ২৪ পরগনায় নাকি করোনার প্রথম ডোজের টিকাকরনের হার প্রায় ১০০ শতাংশ, তেমনটাই জানাল জেলা প্রশাসন। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা। জেলা প্রশাসন দাবী করেছেন, জেলার অধিকাংশ এলাকায় টিকাকরনের প্রথম ডোজ প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে।

জেলা প্রশাসনের কথায়, সামনেই বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। তাই উৎসবের এই মরশুমে মানুষজন যাতে সংক্রমনমুক্ত থাকেন, সে কারনেই জোরকদমে চলছে টিকাকরন শেষ করার প্রক্রিয়া। তাঁরা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার পুর এলাকাগুলির মধ্যে বিধাননগর, দমদম, পানিহাটি, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ সহ বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই ১০০ শতাংশ শেষ হয়েছে করোনা টিকাকরনের প্রথম ডোজ দেওয়ার কাজ। গ্রামাঞ্চলগুলির মধ্যে রাজারহাট, ব্যারাকপুর দু’নম্বর ব্লকে প্রায় ১০০ শতাংশ কাজ শেষ। এবিষয়ে দমদম পৌরসভার দাবী, প্রথমে তাঁরা সুপার স্প্রেডার, এবং পরে শারীরিক প্রতিবন্ধী মানুষজনদের বাড়ি গিয়ে টিকাকরনের ব্যবস্থা করেছেন। মধ্যমগ্রাম পৌরসভার কথায়, পৌরসভা এলাকাকে সঠিকভাবে বিন্যাস করে ধাপে ধাপে সুসংগঠিতভাবে সম্পন্ন করা হয়েছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। একধাপ এগিয়ে বনগাঁ পৌরসভার দাবী, শুধুমাত্র ১০০ শতাংশ প্রথম ডোজ দেওয়াই নয়, টিকার দ্বিতীয় ডোজ দেওয়াও সম্পন্ন হয়েছে ৫০ শতাংশ।

জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় বাসিন্দার সংখ্যা ৮০ লক্ষেরও বেশি। তার মধ্যে ইতিমধ্যেই ভ্যাক্সিনের প্রথম ডোজ পেয়েছেন ৫২ লক্ষ ৪৭ হাজার অধিবাসী। ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন ২০ লক্ষ ৫৫ হাজার মানুষ। অত্যন্ত দ্রুততার সঙ্গে বাকিদেরও টিকাকরনের কাজ চলছে বলেই দাবী প্রশাসনের। উল্লেখ্য, করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ চলাকালীন সংক্রমণের শীর্ষে ছিল এই জেলা।

তবে প্রশাসনের এই দাবীর পরেই শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি। তাঁদের বক্তব্য, ‘এতদিন ধরে ভ্যাক্সিনের বণ্টন নিয়ে এরাজ্যের শাসকদল নিজেদেরকে ‘বঞ্চনার শিকার’ বলে দাবী করে এসেছেন। তাই যদি সত্যি হয়ে থাকে তো জেলা জুড়ে এতো বিপুল পরিমানে টিকাকরন সম্ভব হচ্ছে কি করে? তার মানে, শাসকদলের এতদিন ধরে করে আসা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’। যদিও ইতিহাস বলছে, এরাজ্যে কম ভ্যাক্সিন পাঠানোর অভিযোগ স্বীকার করে নিয়েছিল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
২৮ মার্চ

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন

Draupadi Murmu Mamata Banerjee
২৬ মার্চ

আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন

Rain taxi kolkata
১৯ মার্চ

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে

Rain taxi kolkata
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata