পুরুলিয়ার বান্দোয়ান গুঁড়ুর নব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেড় বছর ধরে চিকিৎসকের অভাবে শুধুই এক ফার্মাসিস্টে চিকিৎসা চালাচ্ছেন গ্রামবাসীরা। বান্দোয়ানের বিডিও ও বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা।
বছর কয়েক আগে গুঁড়ুরের কাছেই ১৭ বিঘা জমির ওপর যখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয় তখন বহির্বিভাগ ছাড়াও ডাক্তার নার্সের পরিষেবা ভালো ছিল এবং পার্শ্ববর্তী ১৩ টি গ্রামের ভরসা ছিল এই কেন্দ্র। এমনকি ঝাড়খন্ডের গ্রামবাসীরাও আসতেন এখানে। কিন্তু এখন শুধুই একজন ফার্মাসিস্ট ও গ্রুপ ডি কর্মী রয়েছেন ওই কেন্দ্রে। রোগীদের মতে ডাক্তার থাকলে যেসব চিকিৎসা এখানে করানো যেত এখন তা করাতে শহরাঞ্চলে ছুটতে হয়। স্থানীয়রা আরও বলেন খাতায় কলমে একজন ডাক্তারের আসার কথা থাকলেও তিনি দেড় বছর ধরে আসেননা, এমনকি ফোন করলে কেটে দেন, এড়িয়ে যান মেসেজও। বান্দোয়ান বিডিও কাশিফ সাবির দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।