রাজ্যে স্বস্তিতে কোভিড গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ৯৮। যদিও গত কয়েকদিন তুলনায় কিছুটা বেড়েছে মৃত্যু হার।একদিনে রাজ্যে করোনার বলি ২ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১২ জন মহামারী থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। একদিনে রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২১,৫১৯। এর মধ্যে পজিটিভ রিপোর্ট মাত্র ০.৪৬ শতাংশ।
এর মধ্যেই দোল এবং হোলি উৎসবের জন্য রাজ্য সরকারের তরফে এল সুখবর। ফের নাইট কার্ফু শিথিলের পথে হাঁটল রাজ্য সরকার। হোলি উৎসব উপলক্ষে আজ এই শিথিলতার কথা ঘোষণা করে রাজ্য। নির্দেশিকা জারি করে, রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু উঠে যাচ্ছে। অর্থাৎ আগামী ১৭ মার্চ থাকছে না কোনও নাইট কার্ফু।
প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোর সময়েও নাইট কার্ফু তুলে নেওয়া হয়েছিল। এবারেও সংক্রমণ হাতের নাগালে থাকতেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বাড়তি খুশি দিলেন মুখ্যমন্ত্রী।