বেআইনি কয়লা কারবারের তদন্তে ক্রমশ গতি বাড়াচ্ছে সিবিআই। এই প্রথম কোনও IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা ও গরু পাচারের তদন্তে গত ৫ই জানুয়ারি, রাজ্যের ছয় পুলিশ কর্তাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তাঁদের মধ্যে তিনজন ছিলেন আইপিএস কর্তা।
আর এদিন, সোমবার নিজাম প্যালেসে চন্দননগরের ডেপুটি কমিশনার তথাগত বসুকে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হল, যিনি একসময় হুগলির পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
এ বিষয়ে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি,আসানসোলের কোলিয়ারি বেল্ট থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় কয়লা পাচারের মাধ্যম হুগলি জেলা। এই জেলার উপর দিয়েই কয়লা বোঝাই গাড়ি চলাচল করে। আর এতেই পুলিশের সঙ্গে কয়লাপাচারকারীদের যোগসাজশ গড়ে ওঠে। মাসিক চুক্তির ভিত্তিতে বেআইনি কারবারে মদত দিয়েছে পুলিশ।
সিবিআই সূত্রে খরর, মূলত পুলিশ সুপার পদে থাকার সময় কয়লাকাণ্ডে তথাগত বসুর ভূমিকা জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রসঙ্গত, এর আগেও গরু পাচার কান্ডের তদন্তে এক ডিআইজি সহ বিএসএফের আট অফিসারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই।
তবে এবার তথাগত বসুকে জিজ্ঞেস করা হয়, কয়লা পাচার হচ্ছে জেনেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? নাকি অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় কয়লা বোঝাই ট্রাক? এর পাশাপাশি গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রকে ফের নোটিস পাঠাল সিবিআই। এই নিয়ে তৃতীয়বার নোটিস পাঠানো হল তাঁকে।