শিক্ষকেরা এবার থেকে তাদের বদলির আবেদন করতে পারবেন অনলাইনেই। এবং তার জন্যে তৈরি করা হয়েছে একটি অনলাইন পোর্টাল। এমনিকা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আর দিতে হবেনা কোনো ইন্টারভিউ। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, "শিক্ষকেরা যাতে নিজের জেলায় বেশি করে কাজ করতে পারেন সেজন্য শিক্ষকদের বদলির ক্ষেত্রে চালু করা হল অনলাইন পোর্টাল।" এই পোর্টালে বদলি সংক্রান্ত সমস্ত তথ্যই পাওয়া যাবে বলে জানান শিক্ষামন্ত্রী। এছাড়াও তিনি আরও জানান, "যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেওয়া হবেনা এবং বদলির জন্য কারো কাছ থেকে টাকাও নেওয়া হবেনা।"
প্রাইমারী, আপার প্রাইমারী এবং হাইস্কুল- এই তিনটি স্কুলের শিক্ষকদেরই জন্যেই এই সুবিধা প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী এর আগে বারবারই জানিয়েছেন যে রাজ্য সরকার শিক্ষকদের ওপর সহানুভূতিশীল। এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষকদের বদলি প্রক্রিয়া এবং মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টিও স্বচ্ছ হবে এবং শিক্ষকদের ও এতে সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার।