'যশ' ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যবাসীকে এবারে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যশ ঘূর্ণিঝড় নিয়ে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হেল্পলাইন নম্বর দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন, যশ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কেউ বিপদে পড়লে তখন যেন সেই হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়। এই হেল্পলাইন নম্বরটি হল ১০৭৯ এবং ০৩৩২২১৪৩৫২৬। এই দুটি ফোন নম্বরের মধ্যে যেকোন একটিতে ফোন করে সাহায্য চাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী লিখেছেন, "আজকে দুপুরবেলা আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করেছি। কেন্দ্র এবং রাজ্যের এজেন্সির প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। আমাকে আধিকারিকরা পরামর্শ দিয়েছেন, যারা সমুদ্রের ধারে অথবা বন্যা প্রবণ এলাকায় থাকেন তাদের যেন নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাদের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা যেন করা হয়। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করছি যেন মৎস্যজীবীরা যত তাড়াতাড়ি সম্ভব সমুদ্র থেকে ফিরে আসুন। সারাদিন, সারা রাতের জন্য হেল্পলাইন নম্বর খোলা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ১০৭৯ এবং ০৩৩২২১৪৩৫২৬ এর মধ্যে যেকোনো একটিতে নির্দ্বিধায় ফোন করতে পারেন এবং সাহায্য চাইতে পারেন।"