কিছুদিন আগেই করোনা পরিস্থিতির মাঝে রাজ্যে ধ্বংসলীলা চালিয়েছিল ঘূর্ণিঝড় যশ (Yaas Cyclone)। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের একাধিক উপকূলবর্তী অঞ্চল এবং সুন্দরবন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সাহায্য করতে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুয়ারে ত্রাণ (Duare Tran) প্রকল্পের ঘোষণা করেছিল। সেই প্রকল্প অনুযায়ী ক্ষতির ভিত্তিতে রাজ্য সরকার রাজ্যবাসীদের আর্থিক অনুদান দেবে। দুর্নীতি যাতে না হয় সেই জন্য নবান্ন থেকে ত্রাণ দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিল। সময়সীমা অনুযায়ী চলতি মাসের ৭ তারিখের মধ্যে সকলের ক্ষতিপূরণ পেয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী আবহাওয়া অনুকূল না থাকায় আবেদনপত্র খতিয়ে দেখার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। তাই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কিছুটা অতিরিক্ত সময় লেগে গেছে। এই পরিস্থিতিতে নবান্ন (Nabanna) থেকে নির্দেশ দেওয়া হয়েছে চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যে ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দিতে হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ক্ষতিগ্রস্ত এলাকার জেলাশাসকদের দুয়ারে ত্রাণ প্রকল্প দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রকল্পের জন্য গত ১৮ জুন পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। তারপর ৩১ জুন পর্যন্ত সেই সমস্ত আবেদনপত্র যাচাই করে দেখা হয়। তারপর চলতি মাসের ১ তারিখ থেকে ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ করছে রাজ্য সরকার।