সুখবর রেল যাত্রীদের জন্য। শীঘ্রই অসংরক্ষিত কোচ সমেত ট্রেনগুলিকে পুনরায় চালু করতে উদ্যোগী ভারতীয় রেলওয়ে (Indian Railways)। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই চালু হতে পারে অসংরক্ষিত কোচ সমেত ট্রেনগুলি। কাজেই, রিজার্ভেশন ছাড়াই অর্থাৎ টিকিট কেটে যাত্রীরা সঙ্গে সঙ্গে উঠতে পারবেন ট্রেনে, লাগবে না রিজার্ভেশন।
সূত্র মারফত জানা গিয়েছে, কোভিড পরিস্থিতির আগে রেলের যাত্রীবহণ থেকে যা আয় হত, কোভিড পরিস্থিতিতে ট্রেন বন্ধ থাকায় রেলের আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি। তাই সব পরিস্থিতি খতিয়ে দেখে ও দাবি বিবেচনা করে সোমবার রেল বোর্ডের ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং বিপুল সিংঘল নির্দেশ দেন, অসংরক্ষিত কোচ ফের চালু করার জন্য।
একই সঙ্গে আজ থেকেই রাজ্যে রাজ্যে চালু হচ্ছে স্থগিত থাকা কিছু ট্রেন। যা কুয়াশার কারণে চলাচল বন্ধ ছিল। তবে শীত বিদায় নিতেই পুনরায় চালু হচ্ছে তিস্তা-তোর্সা সহ একাধিক দূরপাল্লার ট্রেন। এর ফলে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যের যাত্রীদের মিলবে সুবিধা।
যে সমস্ত ট্রেন পুনরায় ফিরছে, এক নজরে -
● ১৪০০৩/০৪০০৩ মালদা টাউন-নিউ দিল্লি
● ১২৯৮৮/০২৯৮৮ আজমের-শিয়ালদহ
● ১২৯৮৭/০২৯৮৭ শিয়ালদহ-আজমের
● ১২৩২৫/০২৩২৫ কলকাতা-নাঙ্গলডাম
● ১২৩২৬/০২৩২৬ নাঙ্গলডাম-কলকাতা
● ১২৩৫৮/০২৩৫৮ অমৃতসর-কলকাতা
● ১৩৪২৯/০৩৪২৯ মালদা টাউন-আনন্দ বিহার
● ১৩৪৩০/০৩৪৩০ আনন্দ বিহার-মালদা টাউন
● ১২০২৪/০২০২৪ পাটনা জংশন-হাওড়া (৬ দিন)
● ১১১০৬/০১১০৬ ঝাঁসি-কলকাতা
● ১১১০৫/০১১০৫ কলকাতা-ঝাঁসি
● ২২৪০৬/০৪৪১২ আনন্দ বিহার-ভাগলপুর দৈনিক (সপ্তাহে তিনদিন)
● ২২৪০৫/০৪৪১১ ভাগলপুর-আনন্দ বিহার (সপ্তাহে তিনদিন)
● ১৪০০৪/০৪০০৪ নিউ দিল্লি-মালদা টাউন
● ১২৩৫৭/০২৩৫৭ কলকাতা-অমৃতসর
● ১২০২৩/০২০২৪ হাওড়া-পাটনা জংশন (৬ দিন)
● ১২৩৬৭/০২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার দৈনিক
● ১২১৭৭/০২১৭৭ হাওড়া/মথুরা (সাপ্তাহিক)
● ১২৩৬৮/০২৩৬৮ আনন্দ বিহার-ভাগলপুর দৈনিক
● ১২১৭৮/০২১৭৮ মথুরা-হাওড়া (সাপ্তাহিক)