একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারো নতুন নিয়োগের রাস্তায় হাঁটল রাজ্য সরকার। প্রাইমারি টেট পরীক্ষা সংক্রান্ত জটিলতার সমাধান মেলার পর এবার পুলিশ পদের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আনলো রাজ্য।
কনস্টেবল ও এসআই পদে নিয়োগ সংক্রান্ত আলোচনার জন্য রাজ্যের মন্ত্রীসভায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। পনেরো বছর বা তারও বেশি সময় ধরে কাজ করা পুলিশকর্মীদের পঞ্চাশ হাজার আবেদন পড়ে নিজের জেলায় পোস্টিং চেয়ে, যার মধ্যে ৩৫ হাজার পুলিশের দাবি পূরণ সম্ভব হয়েছে ইতিমধ্যেই, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের বৈঠকে আরও কিছু পুলিশি পরিকল্পনা গ্রহন করা হয়। সাগর, নামখানা ও পাথরপ্রতিমায় তিনটি পুলিশ সার্কেল গঠন করা হবে ও এগারোটি নতুন সাব ডিভিশন তৈরি হবে যার মধ্যে রয়েছে ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া, দেগঙ্গা, বাদুড়িয়া, বাগদা, হাসনাবাদ, সাগর, গোপীবল্লভপুর ও বেলপাহাড়ি। তবে সবচেয়ে বড় ঘোষণা হল ১০ হাজার ৩৭০ জন পুলিশ এসআই-কনস্টেবল নিয়োগের ঘোষণা যার মধ্যে ন'হাজারের বেশি কনস্টেবল পদে চাকরি পাবেন।