উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভোট প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এবারে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট প্রচার করছেন এই তারকা অভিনেতা। তার সাথেই নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন মিঠুন। রবিবার রায়গঞ্জে বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে রোড শো করতে গিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কিন্তু মাঝপথে হঠাৎ করে তাল কাটলো জনসভার। অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। তৎক্ষণাৎ তাকে কপ্টারে করে কলকাতা নিয়ে আসা হলো। চিকিৎসকরা জানাচ্ছেন, ডিহাইড্রেশনের কারণে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন।
রায়গঞ্জের বিজেপি প্রার্থী জানিয়েছেন, "মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।" প্রসঙ্গত, রবিবার রায়গঞ্জ বিধানসভার প্রার্থীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। সুদর্শনপুর এলাকা থেকে বিজেপি প্রার্থী কে নিয়ে রোড শো করার জন্য বেরিয়ে পড়ে গাড়ি। কিন্তু শিলিগুড়ি মোড় পৌছতেই হঠাৎ করেই গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন চক্রবর্তী। অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তৎক্ষণাৎ তাকে অস্থায়ী হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কপ্টারে করে কলকাতা স্থানান্তরিত করা হয়। যদিও তারপরে আবারও রোড শো শুরু করা হয়। মিঠুনের অসুস্থতার খবরে উদ্বেগে তার ভক্তরা। বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বারংবার মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।