রাজ্যে (West Bengal) বর্তমানে চলছে গরমের ছুটি (Summer Vacation)। অধিকাংশ স্কুলেই চলছে অনলাইন ক্লাস। তবে অফলাইনে ক্লাসের সঙ্গেই বন্ধ হয়েছে মিড-ডে-মিল। মন খারাপ বহু পড়ুয়াদের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে এল নয়া নির্দেশ। এখন থেকে গরমের ছুটিতেও মিলবে মিড-ডে মিল। এমনটাই জানানো হল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে। এই মর্মে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে খবর।
বলাবাহুল্য, বহু এলাকায় স্রেফ মিড-ডে-মিলের টানে বিদ্যালয়ে আসে বহু ছাত্র-ছাত্রী। তার ওপর করোনা অতিমারির জেরে কম বেশি প্রত্যেকেরই জীবনে এসেছে অর্থনৈতিক সমস্যা। এই পরিস্থিতিতে গরমের ছুটির সঙ্গে মিড-ডে-মিল বন্ধ হওয়ায় মন খারাপ বহু পড়ুয়ার। তাই এই প্রথমবার সরকারের তরফে গরমের ছুটিতেও পড়ুয়াদের জন্য মিড-ডে মিল দেওয়া হচ্ছে।
জানানো হয়েছে, প্রতিটি পড়ুয়াকে দু’কেজি চাল, দু’কেজি আলু, ২৫০ গ্রাম ডাল জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। চলতি মাসের ২৫ তারিখ থেকেই মিলবে মিড-ডে-মিল।