কেটে গেল জট, গড়ালো চাকা। অবশেষে বাস্তবায়িত হল শিয়ালদহ ডিভিশনের ভাবনা। আজ থেকে মাতৃভূমি লোকাল রইল না কেবল মহিলা যাত্রীদের জন্য। আজ সকাল থেকে মাতৃভূমি'তে উঠতে পারলেন পুরুষ যাত্রীরাও। শিয়ালদহ ডিভিশনের উত্তর ও মেন শাখায় চার জোড়া মাতৃভূমি লোকাল (রানাঘাট, কৃষ্ণনগর সিটি জংশন, বারাসাত জংশন, বনগাঁ জংশন) চলে। আর তাতেই পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা।

বলাবাহুল্য সাধারণ লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর প্রতিবাদে যাত্রীদের একাংশ শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ করে। তাতে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। যদিও মহিলা কামরার সংখ্যা কমানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ।