বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের উদ্দেশ্যে পূর্ণোদ্যমে মাঠে নেমে পড়েছে। এই দৌড়ে পিছিয়ে নেই শাসকদল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন। অন্যদিকে এবারের নির্বাচনে তৃণমূল বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই প্রথম থেকেই হাল ধরতে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী। এবারও ২০১৬ সালের স্ট্যাটিজির মত ভোট প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "ভোট দিতে গিয়ে কে প্রার্থী দেখার দরকার নেই। আমি নিজেই মোট ২৯৪ টি কেন্দ্রের প্রার্থী। এটা আমার ভোট।"

আসলে তৃণমূল ও বিরোধী গেরুয়া শিবিরের সবাই এটা খুব ভালোভাবে জানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা এক্স ফ্যাক্টর আছে। দলের একাধিক নেতা এটা খুব ভালোভাবেই জানে যে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা সবার থেকে বেশি। এছাড়া নির্বাচনের আগে দলবদল ইস্যু ও দলীয় নেতাদের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা এবং পুরনো নারদা সারদা চিটফান্ড মামলায় কিছু তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের কাছে ঘাসফুল শিবিরের স্বচ্ছতা কালিমালিপ্ত হয়েছে। আর গেরুয়া শিবির সেই সুযোগটা হাতছাড়া না করে বারংবার জনসভায় গিয়ে চিটফান্ড মামলায় শাসকদলকে কাঠগোড়ায় তুলছে। তাই এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের স্ট্র্যাটেজির মত নিজেই ২৯৪ কেন্দ্রের প্রার্থী হিসাবে প্রচারে নেমে পড়েছে। এর আগে ২০১৬ তে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতার মাস্টার স্ট্র্যাটেজিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারলে এবার বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবির আবারও জয়লাভ করে বাংলায় শাসন করতে পারে।