প্রচারে নিষেধাজ্ঞার পরে এবারে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের নিষেধাজ্ঞার পরেই তিনি জানিয়ে দিলেন এবারে তিনি মঙ্গলবার গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসছেন। সোমবার পৌনে আটটার নাগাদ খবর এসেছিল, মমতাকে নির্বাচন কমিশন প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি টুইট করে লিখেছেন, "নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।" তারকেশ্বর এবং কোচবিহারের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা আব্বাসের নাম না করে কটাক্ষ করেন। তিনি তারপর বলেন, "সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। বিজেপি এলে মনে রাখবেন সমূহ বিপদ, সবচেয়ে বেশি আপনাদের।"
কোচবিহারের সভা থেকে মমতা বললেন, "সিআরপিএফ যদি গন্ডগোল করে, মেয়েদের একটা দল ওদের ঘেরাও করে রাখবেন। আর একটা দল ভোট দিতে যাবেন। শুধু ঘেরাও করে রাখলে ভোট দেওয়া হবে না। তাই ভোট নষ্ট করবেন না। ৫ জন ঘেরাও করবেন। ৫ জন ভোট দেবেন।" মমতার এই মন্তব্যের ভিত্তিতে চিঠি দিয়েছিল কমিশন। তার জবাবেই তিনি বলেন, "দেশের বাহিনীর প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান রয়েছে"। যদিও এই উত্তরে সন্তুষ্ট না কমিশন।