একুশে নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত। আর এই সময় একের পর এক তৃণমূল নেতা দলের বিরুদ্ধে বেসুরো হয়ে বিজেপি শিবিরে গিয়ে যোগদান করছেন। তাই এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে জনসভা ও সেই সাথে কর্মীসভা করছেন। আজ অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে একটি কর্মীসভায় উপস্থিত ছিলেন। তিনি কর্মীসভাতে দলবদল ইস্যু মাথায় রেখে নেতা-মন্ত্রীদের কড়া বার্তা দিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের শৃংখলাবদ্ধ হবার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিধানসভা নির্বাচনে কাদের টিকিট দেওয়া হবে সেই নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি। তিনি স্পষ্টই জানিয়েছেন, "কার কাছে কত টাকা আছে বা কে কত টাকা দিতে পারবে তা দিয়ে তৃণমূলে টিকিট পাওয়া যাবে না। কাজের নিরিখে তৃণমূল নির্বাচনের টিকিট দেবে। তৃণমূলে থাকতে হলে শৃংখলাবদ্ধ হয়ে থাকতে হবে।"
এছাড়া মুখ্যমন্ত্রী আজকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বিজেপিকে বিদ্রুপ করে বলেছেন, "দাঙ্গা করতে করতে বিজেপির গোটা শরীর পচে গেছে। আর ওরা শুধুমাত্র ভোটের আগে প্রতিশ্রুতি দেয়। ভোট হয়ে গেলে পালিয়ে যায়। সাধারণ মানুষের জন্য ওরা কিছুই করে না। কিছুদিন আগে করোনায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ট্রেনের ব্যবস্থা করতে পারেনি। তবে এখন দুর্নীতিবাজ নেতাদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য কিছু ঘন্টার মধ্যে চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে।" আজ একপ্রকার মুখ্যমন্ত্রী দলত্যাগীদের কড়া ভাষায় কটাক্ষ করেছেন। তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাকে আক্রমণ করে বলেছেন, "বনমন্ত্রী থাকাকালীন বন সহায়ক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ঘটনাটির তদন্ত হবে।"