প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির কৃষক আন্দোলনে ট্রাক্টর মিছিলের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে সরাসরি খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, এর জন্য মোদি সরকারের উদাসীনতা এবং অসংবেদনশীলতা সম্পূর্ণরূপে দায়ী। মুখ্যমন্ত্রীর দাবি করছেন, কৃষকদের উপর রীতিমত নির্যাতন করছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার একটি টুইট বার্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, "দিল্লির রাস্তায় উদ্বেগজনক এবং বেদনাদায়ক ঘটনাগুলির জন্য গভীরভাবে বিরক্ত। কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব এবং উদাসীনতা এই সমস্ত বিক্ষোভের জন্য দায়ী।"
এদিন তিনি টুইটে কৃষি আইনের বিরোধিতা করেছেন আরো একবার। তিনি বলেছেন, "প্রথমত এই আইন কৃষকদের আস্থা পরামর্শ না নিয়ে পাশ করা হয়েছিল। সারা দেশজুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলছে। গত ২ মাস ধরে দিল্লির কাছে অস্থায়ী শিবির করে প্রতিবাদে সামিল হয়েছেন বহু কৃষক। আর এত কিছু ঘটে যাবার পরেও কৃষকদের সঙ্গে আলোচনাতে উদাসীন কেন্দ্রীয় সরকার।" মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনবিরোধী কৃষি আইন বাতিল করার দাবি জানিয়েছেন আরো একবার। উল্লেখ্য, কৃষক বিক্ষোভে এদিন ১জন কৃষকের মৃত্যু হয়েছে। সন্ধ্যে গড়ানোর পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। ইতিমধ্যেই দিল্লিতে বাড়তি আধাসামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।