গতকাল একুশে বাংলা বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় দফায় হেভিওয়েট প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিপক্ষে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর ভোটযুদ্ধ দেখার জন্য প্রস্তুত গোটা বঙ্গবাসী। কিছুদিন আগে নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে পায়ে চোট পাওয়ার পর থেকে আর নন্দীগ্রামে যাননি তৃণমূল সুপ্রিমো। তবে এবারের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে ৫ দিন ওই অঞ্চলে থেকে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল অর্থাৎ শনিবার দাসপুরের সভা থেকে এই কথা ঘোষণা করে দিয়েছিলেন। আজ দোলের দিন বিকেল বেলা তিনি নন্দীগ্রামে উপস্থিত হয়ে দোল উৎসবে অংশগ্রহণ করবেন এবং সভা করবেন বিরুলিয়া বাজারে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ মার্চ জনসভা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরুলিয়া বাজারে। তারপর থেকে তিনি আর নন্দীগ্রামে যাননি। মাঝে বিজেপি নেতা প্রলয়বাবুকে মমতার ফোন করার অডিও ক্লিপ বঙ্গ রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু করে। তবে এবার হয়তো সবকিছুর জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায় ৫ দিনের জন্য নন্দীগ্রামে যাচ্ছেন। তিনি বলেছেন, "২৮ মার্চ থেকে ৫ দিন থাকব নন্দীগ্রামে। সব লক্ষ্য রাখব। ভোট করে তারপর যাব। মনে রাখবেন বাইরের গুন্ডা আসছে। বহিরাগতদের ঢুকতে দেবেন না।"