এবার থেকে নব মহাকরণে বসবে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্টসহ একাধিক আদালত। আর সেই কারণে এই ভবনে থাকা একাধিক সরকারি দফতর সরানো হচ্ছে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের (State Government) তরফে। ইতিমধ্যে সরকারি দফতর সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট নব মহাকরণের একটা বড় অংশের দায়িত্ব হাইকোর্টের (Highcourt) হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিচারপতিরাও।
আসলে কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকা খুব বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছিল যার জেরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেন। নব মহাকরণের এক তলা থেকে সাত তলা পর্যন্ত যেসব আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরের কর্মীরা বসতেন তাদের স্থানান্তরিত করা হচ্ছে। যেমন, জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট নিউটাউনে।
রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসনকালে প্রায় সমস্ত সরকারি দফতরের কাজ পরিচালিত হত রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে। কিন্তু জায়গা অপ্রতুল হওয়ার কারণে সমস্যা তৈরি হওয়ায় গঙ্গার পাড়ে তৈরি হয় নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। মহাকরণ থেকে একাধিক সরকারি দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয় নব মহাকরণে। আর এবার তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এক থেকে ন’তলা পর্যন্ত আদালত কর্তৃপক্ষকে দেওয়া হলেও, বাকি অংশ থাকবে রাজ্য সরকারের হাতেই।