একুশে নির্বাচন প্রায় দোরগোড়ায়। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল তাদের ভোটব্যাঙ্ক সামলাতে পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কিন্তু সবকিছুর মাঝে বোঝা যাচ্ছে শাসকদল ও গেরুয়া শিবির বিধানসভা নির্বাচনে বাংলা কৃষকদের তাদের পাশে পেতে চায়। তাই এতদিন ধরে বিজেপি প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসের গাফিলতির জন্য বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী কিষান নিধির অন্তর্ভুক্ত হতে পারছে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এরইমধ্যে আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কৃষকদের জন্য কেন্দ্রের কাছে নতুন দাবি জানায়। তিনি আজ প্রধানমন্ত্রী কিষান নিধির অন্তরে খেতমজুর ও ভাগচাষীদের যোগ করার দাবি জানিয়েছেন।
আজকের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের অভিযোগ অস্বীকার করে বলেছেন, "আমি চাই যাতে আমাদের ভাগচাষিরা টাকা পায়। প্রধানমন্ত্রীর প্রকল্পে যাদের ২ একর জমি রয়েছে সেই কৃষক টাকা পাবে। আমরা বলছি আপনাদের কাছে যে তথ্য টা আছে সেটা দিন। কিন্তু সেটা আমরা পাইনি। তারপর ওরা নিজেদের পোর্টালে আলাদা করে হিসাব নিয়েছে। আমি বলেছিলাম আমরা একবার সার্ভে করে দেখব। তখন ওরা ৬ লাখ কৃষকের নামের তালিকা দিয়েছে। আমরা ইতিমধ্যেই আড়াই লাখ সার্ভে করে দিয়েছি। এরপর প্রতিদিন ১ লক্ষ করে সার্ভে করে দেব। প্রতিদিন ওদের আমি একথা চিঠি দিয়ে জানাই।"
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে গতকালে প্রধানমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে সরাসরি আক্রমণ করে বলেছেন, "মোদি মিথ্যা কথা বলছে। এখন প্রতিদিন মিথ্যা বলা মোদির অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন বলছে, কৃষকরা পাচ্ছে না।"