শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন দলে থেকেও দলবিরোধী কর্মে সামিল যাঁরা তাঁদের শীঘ্রই অপসারিত করা প্রয়োজন। ঠিক এমনটাই শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুরের তৃণমূলীয় জেলা সভাপতি শুভেন্দুর বাবা শিশির অধিকারীর হাত ধরে।
এখনও পর্যন্ত শুভেন্দু ঘনিষ্ঠ মোট পাঁচ জন ব্লক সভাপতিকে উচ্ছেদ করা হয়েছে বলে সূত্রের দাবি। নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি মেঘনাদ পালকে শিশিরবাবু নিজেই ফোন করে বরখাস্ত করার খবর দেন। যদিও এমন আচমকা খবরে হতবাক মেঘনাদবাবু, তবে শুভেন্দুর সমস্ত 'অরাজনৈতিক' কর্মসূচিতে উনি যোগ দেন বলেই তাঁর পদচ্যুতি, এমনটাই অভিযোগ। এছাড়াও ভগবানপুর-২ ব্লক থেকে মানব বড়ুয়াকে সরিয়ে শশাঙ্ক শেখর জানাকে রাখা হয়েছে। অন্যদিকে মৃন্ময় পান্ডাকে কাঁথি-১ব্লক ও উত্তম বারিককে কাঁথি-২ ব্লক থেকেও সরানো হয়েছে। এমনকি নন্দকুমার ব্লক সভাপতি সুকুমার বেরাকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।