সম্প্রতি ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে আমজনতা বহু মন্তব্য করলেও, আজ প্রথম এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার শালবনীতে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, "২০১৬ সালে তো নোটবদল হল, আবার কেন!"
এরপরেই নিজের প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী বলেন, "আমি বাড়িতে সকলকে বলেছিলাম কার কাছে ২০০০ টাকার নোট রয়েছে। কারণ সময়ে ফেরত না দিলে ফেরত নেবে না। আমি বাড়িটা খুঁজেছিলাম, অফিস খুঁজেছিলাম, তারপর দেখি মোট আটটা ২ হাজারের নোট বেরিয়েছে। এতেই বোঝা যায় আমরা এই নোট ব্যবহার করি না। ওদের কাজই হচ্ছে সব বদলে দেওয়া।"
আরও সংযোজন, "আমার তো সংশয় হচ্ছে, কোনও একটি রাজনৈতিক দল এই টাকা মজুত করে রেখে দিয়েছে। নাম বলছি না, ইশারা হি কাফি।"